সম্মানিত ও প্রিয় খানখানাবাদ ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম।
গর্ভবতী বা মাতৃত্ব ভাতা'র অনলাইন আবেদন চলছেঃ
মা ও শিশু সহায়তা কর্মসূচি'র আওতায় ২০২২-২৩ অর্থবছরের গর্ভবতী ভাতাভোগী নির্বাচনের জন্য অনলাইন আবেদন প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যে গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:
(১) জুলাই'২০২২ থেকে ডিসেম্বর'২০২২ পর্যন্ত যেকোনো সময়ে যারা কমপক্ষে ০৪ (চার) মাসের গর্ভাবস্থায় ছিলেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন;
(২) গর্ভবতী প্রমাণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অথবা পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএনসি কার্ড (ANC = Antenatal Care Card) থাকতে হবে;
(৩) আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছর হতে হবে;
(৪) গর্ভবতী ভাতা শুধুমাত্র ১ম বা ২য় সন্তান গর্ভধারণের জন্য প্রযোজ্য হবে;
(৫) জাতীয় পরিচয়পত্র থাকতে হবে;
(৬) নিজস্ব মোবাইল/এজেন্ট/অনলাইন ব্যাংক একাউন্ট থাকতে হবে; এবং
(৭) সংশ্লিষ্ট এালাকার বাসিন্দা হতে হবে।
উপজেলা তথ্য আপা'র মাধ্যমে বিনামূল্যে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৪০/- (চল্লিশ টাকা) ফি প্রদানের বিনিময়ে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ কেউ মিথ্যা তথ্য দিয়ে আবেদন করবেন না। প্রতারণামূলক আবেদন প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও উল্লেখ্য, এইভাতা দুস্থ, অসহায় ও গরীব পরিবারের জন্য। কেউ অবৈধ আর্থিক লেনদেন করবেন না। সম্পুর্ণ অনলাইনের মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হবে।
নিবেদকঃ
মোঃ জসিম উদ্দিন হায়দার
চেয়ারম্যান, ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদ।
বাঁশখালী, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস