Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে খানখানাবাদ ইউনিয়ন

বাঁশখালী উপজেলার উত্তর-পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ উপকূলীয় জনপদ খানখানাবাদ ইউনিয়ন। নানা ঐতিহাসিক নিদর্শন ও বর্নাঢ্য ইতিহাস রয়েছে এই অঞ্চলের। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভুমি খানখানাবাদ ইউনিয়ন এর উত্তরে সাঙ্গু নদী, পশ্চিমে বঙ্গোপসাগর  পূর্বে সাধনপুর ইউনিয়ন দক্ষিণে বাহারছড়া ইউনিয়ন। খানখানাবাদ ইউনিয়নের কূল ঘেষে গড়ে উঠা বাঁশখালী সমুদ্র সেকত (খানখানাবদ ও কদমরসুল পয়েন্ট) সারাদেশে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক প্রাকৃতিক সৌন্দর্যের এ লীলাভূমি দর্শন করতে আসেন।

  • বগঠিত পরিষদের নির্বাচন- ১৫ জুন ২০২২

  • শপথ গ্রহণের তারিখ- ০৪ আগষ্ট ২০২

আয়তন

খানখানাবাদ ইউনিয়নের আয়তন ৬,৫৬০ একর (২৬.৫৫ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত

২০২২সালের আদমশুমারি খানখানাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,১৫৪ জন। এর মধ্যে পুরুষ ১৫,৯২১ জন এবং মহিলা ১৭,২২৫ জন। মোট পরিবার ৫,৯৬৪টি।[১]

অবস্থান ও সীমানা

বাঁশখালী উপজেলার উত্তর-পশ্চিমাংশে খানখানাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বাহারছড়া ইউনিয়ন; পূর্বে সাধনপুর ইউনিয়ন; উত্তরে সাঙ্গু নদীআনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন এবং পশ্চিমে সাঙ্গু নদী, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নবঙ্গোপসাগর অবস্থিত।

নামকরণ

লোকমুখে জানা যায়, খানখানাবাদ গ্রামের পশ্চিমে আঙরখালী নামে একটি সামুদ্রিক প্রোতাশ্রয় ছিল আরব বনিকরা ঐ স্থানে তাদের জাহাজ নোঙর করে চট্টগ্রাম এলাকায় ব্যবসা করত। এদের মধ্য থেকে খান পদবীধারী এক ব্যবসায়ী বসতি স্থাপন করে। খান বংশ কর্তৃক এই এলাকা আবাদ হওয়ার ফলে গ্রামের নাম খানখানাবাদ হিসাবে পরিচিতি লাভ করে। এখনো এই গ্রামে খান বংশরা বসবাসরত আছেন।

প্রশাসনিক কাঠামো

খানখানাবাদ ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কদমরসুল
  • খানখানাবাদ
  • ডোংরা
  • প্রেমাশিয়া
  • রায়ছটা

শিক্ষা ব্যবস্থা

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী খানখানাবাদ ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৫%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

খানখানাবাদ ইউনিয়নে  ১টি ফাজিল মাদ্রাসা ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি দাখিল মাদ্রাসা ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর খানখানাবাদ আবদুস ছালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর প্রেমাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডোংরা খুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডোংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ প্রেমাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ডোংরা আলতাফ আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য ডোংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রায়ছটা সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

খানখানাবাদ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সাধনপুর-খানখানাবাদ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। চট্টগ্রামের বহদ্দারহাট বাস স্টেশন অথবা কর্ণফুলী নতুন ব্রিজ থেকে বাণিগ্রাম সিএনজি স্টেশন নামতে হবে এবং স্টেশন থেকে সোজা খানখানাবাদ ইউনিয়ন পরিষদে সিএনজি চালিত অটোরিক্সায় আসা যায়।

অর্থনীতি

খানখানাবাদ ইউনিয়নের অর্থনীতি কৃষি নির্ভর। ধান, বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয় এ অঞ্চলের প্রধান কৃষিজাত ফসল। সিংহভাগ মানুষ বঙ্গোপসাগর থেকে মাছ ধরার কাজে নিয়োজিত এবং প্রবাসী।

খাল ও নদী

খানখানাবাদ ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে সাঙ্গু নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এছাড়া পূর্ব সীমান্ত জলকদর খাল।

দর্শনীয় স্থান

খানখানাবাদ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে: সমুদ্র সৈকতে যাওয়ার জন্য বিভিন্ন পথ রয়েছে। বাঁশখালীর গুণাগরি থেকে মোশারফ আলী মিয়ার বাজার হয়ে সোজা খানখানাবাদ ও কদমরসুল পয়েন্টে আসা যায়।  

  • খানখানাবাদ সমুদ্র সৈকত
  • কদমরসূল সমুদ্র সৈকত

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোঃ জসিম উদ্দিন হায়দার[৫]