Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

সূত্র: স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৪৬ এবং ৪৭ ধারার ২য় তফসিল (সংক্ষিপ্তাকারে)

 

১. দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ।

২. নোটিশ বোর্ডে সবসময় হালনাগাদ তথ্য রাখা।

৩। পরিষদের কর্মচারীদের কাজকর্ম তদারকি ও নিয়ন্ত্রন করা।

৪। ওয়ার্ড পর্যায়ে সভা  করা।

৫। মাসিক সভা নিয়মিত করা

৬। স্থায়ীয় কমিটি সমূহ গঠন ও কার্যকর করা ।

৭। কর নিরূপন কর ধার্য্য় নিয়মিত কর আদায় করা ।

৮। বার্ষিক বাজেট তৈরী ও উন্মুক্ত বাজেট অনুষ্ঠান করা ।

৯। ইউনিয়নের কার্য়ক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহন এবং জনসচেতনতা

    বৃদ্ধি করা ।

১০। ইউনিয়নের সকল কাজে নারী অংশগ্রহন নিশ্চিত করা ।

১১। পরিষদের আয় ব্যয় স্বচ্ছ থাকা ।

১২। বিভিন্ন ধরনের সনদ প্রদান করা ।

১৩। বিভিন্ন ভাতা ও ত্রান বিতরণ করা ।

১৪। জন্ম-মৃত্যু নিবন্ধন করা ।

১৫। লাইসেন্স ইস্যু করা ।

১৬। গ্রাম আদালতের মাধ্যমে বিচার করা ।

১৭। দুযোর্গ মোকাবেলায় কাজ করা ।

১৮। নারী ও শিশু কল্যান কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করা ।

১৯। শিক্ষা, খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করা ।

২০। কৃষি,মৎস ও পশু সম্পদ উন্নয়ন করা ।

২১। সেনিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষন এর উন্নয়ন করা ।

২২। রাস্তাঘাট উন্নয়ন ও রক্ষণাবেক্ষন করা ।

২৩। গ্রামীন শিল্পের উন্নয়ন করা ।

২৪। গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রন করা ।  

২৫। বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরী করা এবং তা থেকে উন্নয়ন প্রকল্প গ্রহন বাস্তবায়ন করা ।

২৬। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করা।

২৭। অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্তর করা ।

২৮। ই-গভার্ণেন্স চালু ও উৎসাহিত করা ।

২৯। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা ।

৩০। জনস্বার্থ বা আইন বিধিবিধানের পরিপন্থী কোন কাজ করে না ।

 

পাদটীকা:  

ইউনিয়ন পরিষদের কার্যবলী সমূহ পরিষদের নিবাচিত  চেয়ারম্যান ও সদস্যগন বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছেন এসকল কাজে পরিষদের সচিব সহয়তা দিয়ে থাকেন ।