০১। দিনে রাতে ইউনিয়ন পরিষদ এলাকা পাহারা দেয়া।
০২। অপরাধ দমন ও উদঘাটনে এবং অপরাধী ধরার সাথে সংশ্লিষ্ট সকল কাজে সাধ্যমত পুলিশকে সহায়তা করা।
০৩। চেয়ারম্যান ও ইউরিয়ন পরিষদের সরকারী দায়িত্ব পালনে সহায়তা করা।
০৪। প্রতি ১৫ দিন অন্তর অন্তর তার কাজের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে অবহিত করা।
০৫। ইউনিয়নে সকল বিরোধ যা দাংগা-হাংগামা বা মারাত্মক কলহের সৃষ্টি করতে পারে এবং জনগণের শান্তি নষ্ট করতে পারে এমন সব তথ্য থানায় অফিসার-ইন-চার্জকে অবহিত করা।
০৬। খাজনা, ভূমি উন্নয়ন কর, ফি বা অন্য কোন পাওনা সংগ্রাহ ও উদ্ধারে গ্রামের রাজস্ব অফিসারকে সাহায্য করা।
০৭। সাধারণ লোক কোন ব্যাক্তিকে বৈধভাবে গ্রেফতার করলে গ্রাম পুলিশ তাদের সাহায্য করবেন এবং দেরী না করে এ ধরনের প্রেফতার সম্পর্কে থানার অফিস-ইন-চার্জকে অবহিত করবেন।
০৮। গ্রামে কর্মরত সরকারী কর্মকর্তা বা কোন সাধারণ লোক সাময়িকভাবে বলবৎ কোন ব্যক্তিকে গ্রেফতার করলে গ্রাম পুলিশ তার দায়িত্ব গ্রহণ করবেন এবং যে ব্যক্তি বা ব্যক্তি বর্গের দায়িত্ব গ্রহণ করেছেন বা নিজেই যে ব্যক্তি বা ব্যাক্তিদের প্রেফতার করেছেন তাদেরকে তাৎক্ষনাৎ থানার অফিস-ইন-চার্জের কাছে হাজির করবেন।
০৯। আইন অনুযায়ী বিভিন্ন সময়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস