Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Online application for Pregnant or Maternity Allowance is ongoing
Details

সম্মানিত ও প্রিয় খানখানাবাদ ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। 

গর্ভবতী বা মাতৃত্ব ভাতা'র অনলাইন আবেদন চলছেঃ

মা ও শিশু সহায়তা কর্মসূচি'র আওতায় ২০২২-২৩ অর্থবছরের গর্ভবতী ভাতাভোগী নির্বাচনের জন্য অনলাইন আবেদন প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যে গ্রহণ করা হচ্ছে। আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে: 

(১) জুলাই'২০২২ থেকে ডিসেম্বর'২০২২ পর্যন্ত যেকোনো সময়ে যারা কমপক্ষে ০৪ (চার) মাসের গর্ভাবস্থায় ছিলেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন;

(২) গর্ভবতী প্রমাণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অথবা পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএনসি কার্ড (ANC = Antenatal Care Card) থাকতে হবে;

(৩) আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছর হতে হবে;

(৪) গর্ভবতী ভাতা শুধুমাত্র ১ম বা ২য় সন্তান গর্ভধারণের জন্য প্রযোজ্য হবে;

(৫) জাতীয় পরিচয়পত্র থাকতে হবে;

(৬) নিজস্ব মোবাইল/এজেন্ট/অনলাইন ব্যাংক একাউন্ট থাকতে হবে; এবং

(৭) সংশ্লিষ্ট এালাকার বাসিন্দা হতে হবে।

উপজেলা তথ্য আপা'র মাধ্যমে বিনামূল্যে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৪০/- (চল্লিশ টাকা) ফি প্রদানের বিনিময়ে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ কেউ মিথ্যা তথ্য দিয়ে আবেদন করবেন না। প্রতারণামূলক আবেদন প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও উল্লেখ্য, এইভাতা দুস্থ, অসহায় ও গরীব পরিবারের জন্য। কেউ অবৈধ আর্থিক লেনদেন করবেন না। সম্পুর্ণ অনলাইনের মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হবে।

নিবেদকঃ

মোঃ জসিম উদ্দিন হায়দার

চেয়ারম্যান, ৩নং খানখানাবাদ  ইউনিয়ন পরিষদ। 

বাঁশখালী, চট্টগ্রাম।

Attachments
Image
Publish Date
23/01/2023
Archieve Date
28/06/2027